‘গণতন্ত্র’ পুনরুদ্ধারের গণআন্দোলন কবে করবেন?

Mirza Fakhrul Islam Alamgir

Mirza Fakhrul, Photo Google

কানটা সত্যি পচে গেলো। গত ৬-৭টা বছর ধরে প্রতিদিন একই কথা শুনে আসছে বাংলাদেশের মানুষ। বিএনপি আজও বলেছে, গণআন্দোলনেই গণতন্ত্র পুনরুদ্ধার! আমি বুঝি না, গণতন্ত্র বলতে আসলে তারা কী বুঝায়? আর ক্ষমতাসীন আওয়ামী লীগই বা কেমন গণতন্ত্র কায়েম করেছে। সেই সঙ্গে কোন্ গণতন্ত্র কীভাবে পুনরুদ্ধার করবে বিএনপি?

“গণআন্দোলনেই গণতন্ত্র পুনরুদ্ধার” — একটি রুটিন-কথা। এমনটা না করলে সংবাদের শিরোনাম করা সাংবাদিকদের জন্য অনেক কঠিন। মাত্র তিন শব্দের এ কথাটি বলে বিএনপির নেতারা সাংবাদিকদের উপকার করেন। রিপোর্টাররা সহজ ইন্ট্রো পেয়ে যান। আর মিডিয়াহাউজের ডেস্কের লোকজন পান সহজ শিরোনাম!

বাংলাদেশের মিডিয়ার সংবাদে বলা হয়েছে — “জনগণকে ঐক্যবদ্ধ করে নিয়মতান্ত্রিক গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজয় দিবস উপলক্ষে বুধবার ( ডিসেম্বর ১৬) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল — দুঃখজনক হলেও সত্য সেই গণতন্ত্র আজ অনুপস্থিত। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল সেই গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য জনগণ আন্দোলন করছে। জনগণের আন্দোলন সফল হবে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে।”

কিন্তু এই কথাটি গত অর্ধযুগে কয়েকশ বার বলেছেন জনাব ফখরুল। অামি তার কাছে সবিনয়ে জানতে চাই — ‘গণতন্ত্র’ পুনরুদ্ধারের সেই গণআন্দোলন কবে করবেন? আসলে কি কিছু পারবেন, নাকি শুধু বুলি উড়িয়ে অহেতুক মানুষের বিরক্তি উদ্রেক করেই চলেছেন? বিরক্তি আসলে উদ্রেক করছেন না, অনেক আগেই করে বসে আছেন। মানুষ যেমন আওয়ামী লীগের গোয়াতুর্মিকে পছন্দ করছে না, তেমনি আপনাদের অপুরুষসুলভ আচরণও সেই কবেই আস্তাকুঁড়ে ছুড়ে মেরেছে।

সুতরাং এসব প্যাঁচাল ছেড়ে দেশের মানুষের জন্য সত্যিকার অর্থেই কিছু করুন। কারণ দেশের অন্যতম প্রধান বৃহৎ একটি দল হিসেবে আপনাদের অনেক কিছুই করার আছে। কিন্তু গত অর্ধযুগে আপনারা দেশ-জাতির ভাগ্যের মুক্তির জন্য আসলে কী করতে পেরেছেন সেই প্রশ্ন দয়া করে নিজেকেই একবার করুন। বিএনপির নীতি-নির্ধারকদের কাছে দেশের কোটি কোটি মানুষের প্রশ্ন, ‘গণতন্ত্র’ পুনরুদ্ধারের গণআন্দোলন কবে করবেন? নাকি শুধু এমন অনর্থক কথা বলেই যাবেন? যদি সত্যিকারের নেতৃত্ব দিতে না-ই পারেন তাহলে নিজেরাও আওয়ামী লীগে যোগ দিয়ে তাদের গোয়াতুর্মিকে আরও সফল করে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *