আমরা এতো ‘উত্তেজিত’ কেন?
ভাবছিলাম বিষয়টা নিয়ে লিখবো না। কিন্তু না লিখেও থাকতে পারছি না। আর লেখা শুরুর আগেই একটা সিদ্ধান্তও দিয়ে দিচ্ছি। আর তা হলো, ‘ বাঙালি (বাংলাদেশ) পৃথিবীর সবচেয়ে উত্তেজিত জাতি’। যে-কোনো কিছুতেই তাদের উত্তেজনার যেন শেষ নেই। এবং বড় আশ্চর্যের বিষয়, মিডিয়ার লোকজন যেন আরও বেশি উত্তেজিত। তারা নিজেরা উত্তেজিত হয় এবং সেই উত্তেজনা নানান কৌশলে […]