জার্মানির ওলা এবং বাংলাদেশের মানুষ

একটি বিড়াল, জার্মানির ওলা এবং বাংলাদেশের মানুষ

গত বছরের মাঝামাঝি সময়কার কথা। জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের ছোট্ট এক শহরে থাকছি। তিনঘণ্টার একটা পার্টটাইম জবও আছে। কাজ তেমন কিছুই না। একটা কিচেনে জার্মান রন্ধনশিল্পী ওলা’কে এটা-সেটা এগিয়ে দিয়ে সাহায্য করা। একদিন ডিনারের আগে গিয়ে দেখি পঞ্চাশোর্ধ ওলা (অনুমতি না থাকায় পুরো নাম লিখছি না) কাঁদছেন। ওলা, হ্যোয়াট হ্যাপেন্ড — আমার এমন প্রশ্নে যেন […]