বাংলাদেশের রাজনীতি

চেতনার বর্গাচাষ কিংবা বন্দক দেওয়া বিবেক!

বাংলাদেশের রাজনৈতিক দলগুলি গত দু-তিন দশকে খুব সাফল্যের সঙ্গে একটি কাজ করতে পেরেছে! তা হলো : দেশের মানুষগুলিকে একজোট বাঁধার সুযোগ বেশ ভালোভাবেই বন্ধ করেছে। মানুষের এখন আর কোনো নিজস্ব পরিচয় নেই। তাদের একক কোনো পরিচয় নেই। তাদের পরিচয় এখন নির্ভর করে রাজনৈতিক দলের ওপর। জাতীয় স্বার্থেও তাই এক হওয়া আর হয় না। বায়ান্ন, ঊনসত্তর […]